কেন অনবরত হুমকি পাচ্ছেন রাইমা সেন?

0

পশ্চিবঙ্গের অভিনেত্রী রাইমা সেনের বাড়ির ল্যান্ড ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

‘মা কালী’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রাইমা। ছবির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগস্টের সাম্প্রদায়িক হিংসা। ইতিহাসে যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সম্প্রতি ছবির একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, তার পর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি লাগাতার ফোন করে হুমকি দেয়া হচ্ছে।

রাইমার মতে, যে ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, তা মুখে প্রকাশ করা বা ছাপার অযোগ্য। তবে অভিনেত্রী বলেছেন, ‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন?’ বা ‘আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে!’ এই ধরনের বাক্য ফোনের ওপার থেকে ধেয়ে এসেছে।’

উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। রাইমা বললেন, ‘আমি বাইরে। মা-বাবা বাড়িতে একা থাকেন। স্বাভাবিকভাবেই ওরা একটু চিন্তিত। তবে বাবা আমায় বিষয়টাকে পাত্তা দিতে নিষেধ করেছেন।’

রাইমার মতে, ছবি না দেখে আগে থেকে কোনও কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। তার কথায়, ‘শিল্পীর কাজ যেকোনও চরিত্রে সাবলীল অভিনয় করা। ভাল চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে।’ 

গত বছর মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ও রাইমা অভিনীত ছবি ‘ভ্যাকসিন ওয়ার’। রাইমা সেই প্রসঙ্গ তুলে বললেন, ‘তখনও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তার পর ছবিটা দেখে সবাই চুপ করে যান। কিন্তু এ বার বাড়িতে ফোন করে হুমকি! সত্যি বলছি, আমার ক্যারিয়ারে এই প্রথম।’

রাইমা এবং তার পরিবারের সদস্যরা কি পুলিশে কোনও রকম অভিযোগ করতে চাইছেন? রাইমা বললেন, ‘আপাতত ছবির টিজার ও ট্রেলার প্রকাশের জন্য কয়েক দিন একটু সময় নিচ্ছি। কিন্তু যদি এই ভাবে হেনস্তা চলতেই থাকে, তা হলে তখন অভিযোগ জানাতেই হবে।’ বিজয় ইয়ালাকান্তি পরিচালিত এই ছবিতে রাইমা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here