হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

0

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে আলী আহম্মেদ হত্যার দায়ে পিতা ও পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামে আলী আহম্মেদ বাড়িতে ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা আলী আহম্মেদকে রড, লাঠি ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় আলী আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা  হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে সদর থানায় চার জনকে আসামি করে একটি মামলা করেন। তৎকালীন উপপরিদর্শক (এসআই) এবিএম মেহেদী হাসান ওই বছরের ৩০ এপ্রিল চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here