স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা রুখে দাঁড়ান: হুইপ ইকবালুর রহিম

0

স্বাধীনতার বিরোধীরা এখনো তৎপর রয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করে এদেশের স্বাধীনতার স্বার্বভৌমত্তকে পাকিস্তানের প্রেতাত্মাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হয়েছিল। খুনি জিয়াউর রহমান ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের ও ক্যাঙ্গারু আদালত করে ১৮ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী সদস্যদের ফাঁসির কাষ্টে ঝোলানো হয়েছে। শুধু লক্ষ্য ছিল একটাই এ দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্তকে ধ্বংস করা। কিন্তু ১৯৮১সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে স্বাধীনতাকামী মানুষদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন।’

তিনি আরও বলেন, ‘দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে স্বাধীনতা বিরোধীরা যে অপতৎপরতা চালাচ্ছে তা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা রুখে দাঁড়ান।’ 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। 

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ বোরহান উল ইসলাম সিদ্দিকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, জোনাল স্যাটেলমেন্ট অফিসার শামছুল আযম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, মসাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here