রাজবাড়ী জেলার কালুখালী এলাকায় মঙ্গল চন্দ্র হত্যাকাণ্ডে পলাতক প্রধান আসামি বিপুল প্রামাণিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছেলে কুমারেশ কুমার বাদী হয়ে রাজবাড়ী জেলার কালুখালী থানায় বিপুল প্রামাণিকসহ ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত আসামিরা আত্মগোপনে চলে যান। গ্রেফতারকৃত বিপুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।