ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

0

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নতুন ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না।

জানা গেছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সানে পরীক্ষামূলক ভাবে এই ফিচার চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলে দাবি মেটার।

তবে কবে থেকে এই ইমোজিগুলো অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন তা এখনও স্পষ্ট করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here