বছরে বাড়িতে ৮২ কেজি খাবার নষ্ট করেন একজন বাংলাদেশি!

0

বাংলাদেশের প্রতি ব্যক্তি বছরে বাড়িতে আনুমানিক ৮২ কেজি খাবার নষ্ট করেন। জাতিসংঘের এক সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র (৭৩ কেজি), নেদারল্যান্ডস (৫৯ কেজি) এবং জাপানের (৬০ কেজি) মতো ধনী দেশগুলোর চেয়ে বাংলাদেশিরা বেশি খাবার নষ্ট করেন। 

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রকাশিত ‘ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট ২০২৪’ অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১৪.১০ মিলিয়ন টন খাবার নষ্ট হয়।

দক্ষিণ এশিয়ার ভুটানের একটি পরিবার প্রতি বছর ১৯ কেজি খাদ্য নষ্ট করে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তার পরেই রয়েছে ভারত (৫৫ কেজি), শ্রীলঙ্কা (৭৬ কেজি) এবং বাংলাদেশ। মালদ্বীপের পরিবারগুলো প্রতি বছর ২০৭ কেজি খাবার নষ্ট করে যা এই অঞ্চলে সবচেয়ে বেশি। তারপরেই আছে আফগানিস্তান (১২৭ কেজি), পাকিস্তান (১৩০ কেজি), এবং নেপাল (৯৩ কেজি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here