নারিনের এমন বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য কী?

0

সুনীল নারিনের শুরুটা স্পিনার হিসেবে হলেও সম্প্রতি ব্যাট হাতে নিজের প্রতিভার জানান দিচ্ছেন এই ক্যারিবিয়ান। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল) প্রথম ইনিংস ওপেন করতে দেখা যায় তাকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেবার সাফল্যও পান তিনি। তাই মাঝে মধ্যেই এখন দেখা মেলে ওপেনার নারিনের।

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন এই ক্যারিবিয়ান। খেলেছেন ৩৯ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

‘আমার মনে হয়, ক্রিকেট মানেই ব্যাটিং। ব্যাট হাতে তাই আরও বেশি অবদান রাখতে চাই। যে দিন এটা করতে পারি, তৃপ্তিটা বেশিই হয় (বোলিংয়ের চেয়ে)। তবে হ্যাঁ, অবশ্যই বোলিং এখনও উপভোগ করি।’-আরো যোগ করেন তিনি।

ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে দলের চাওয়াকেই প্রাধান্য দেন নারিন। তিনি বলেন, ‘আমাদের পর্যাপ্ত ব্যাটার ছিল সেখানে এবং নিজেদের কাজটা তারা করছিল। ভালো স্কোর গড়ছিল তারা। আমার ওপরে খেলার প্রয়োজন পড়েনি। দিনশেষে ব্যাপারটি হলো, দলের কী প্রয়োজন। আমাকে ওপেন করতে বলা হলে আমি করি। নইলে ব্যাটাররাই কাজটা করে নেয়।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here