দেশশ্রীমঙ্গলে সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যুBy AmarNews.com.bd - April 6, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেফটিক ট্যাংকের পানিতে পড়ে খালেদ বিন ওয়ালিদ নামে চার বছরের এক শিশুর মুত্যু হয়েছে। বুধবার উপজেলার বীরু বস্তি গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার মুজিবুর রহমানের ছেলে।