ফোনের নতুনত্ব বজায় রাখতেই আপডেট : ব্যবহার করতে করতে এক সময় আপনার ফোনে নানা সমস্যা দেখা দিতে পারে। ফোন স্লো হওয়া, হ্যাং করাসহ নানা সমস্যা থাকে। ফোন সময়মতো আপডেট না করলে ফোনের এ সমস্যা হয়। সামান্য ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বারবার হ্যাং করার মতো সমস্যা ঘন ঘন হবে। বেশি দিন চলতে থাকে ফোনটি একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা খুব জরুরি।
স্মার্টফোন আপডেট করা জরুরি যে কারণে : যখনই কোনো স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা হয়, তখনই তা স্মার্টফোনের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে ফোনে কোনো রকম সমস্যা দেখা দেয় না। ফলে ফোন হ্যাংও হয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন। তাই স্মার্টফোনের সফটওয়্যারটি দীর্ঘদিন ধরে আপডেট না করে যদি ফেলে রাখেন, তবে একটা সময় মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে। ফলে তখন ফোনটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেবে। স্মার্টফোন আপডেট না করে নিজেই ফোনের ক্ষতি করছেন। তাই এবার থেকে ফোনে যখনই সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পাবেন, তখন তা এড়িয়ে না গিয়ে সঠিক সময়ে আপডেট করুন।