‘আমি মুখ খুললে আগুন লেগে যাবে’

0

ইয়ুর্গেন ক্লপ যুগে কোনো দ্বিধা ছাড়াই লিভারপুলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। কিন্তু গত মার্চে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর খুব একটা ছন্দে নেই এই মিশরীয় ফরোয়ার্ড। ওয়েস্ট হামের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেননি ক্লপ।

তবে সালাহ বদলি হিসেবে মাঠে নামার আগেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ম্যাচ শেষ হতে ১৩ মিনিট বাকি আর, তখন ২-১ গোলে এগিয়ে লিভারপুল। বেঞ্চ থেকে একসঙ্গে তিন ফুটবলারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন ক্লপ। এমন সময় লিভারপুল কোচের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন সালাহ। এমনকি ক্লপের দিকে তেড়ে যাওয়ারও চেষ্টা করেন তিনি। পরে তাকে থামান দারউইন নুনেস।

সেই ঘটনার বর্ণনা একদমই দিতে চাননি ক্লপ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই কথা বলেছি ড্রেসিংরুমে। তা সেখানেই শেষ বলে আমি মনে করি।’

লিভারপুলের সাবেক স্ট্রাইকার পিটার ক্রাউচের এমন দৃশ্য একদমই ভালো লাগেনি। তিনি বলেন, ‘এমনটা দেখতে ভালো লাগছিল না। এটা ক্লাবের জন্য ভালো নয়। ম্যানেজার ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যে এমন বাক্য বিনিময় কেউই দেখতে চায় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here