টাঙ্গাইলে দায়ের কোপে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলায় রানাগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সদর উপজেলার রানাগাছা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হালিম ছেলে সায়েম। তিনি সদর উপজেলার গোসাই যোয়াইর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। এ ঘটনায় ওবায়দুরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধার পর সায়েম প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ির লোকজন জানতে পারে সে গ্রামের রানাগাছা রাস্তার পাশে পড়ে আছে। সায়েমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সায়েম মারা যায়।