টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছদূত হয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। আইসিসি আজ তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত ঘোষণা করেছে।
ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী যুবরাজকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনেক অনুষ্ঠানে দেখা যাবে। ৯ জুন নিউইয়র্কের ভারত-পাকিস্তান ম্যাচেও থাকবেন তিনি।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ। ভারতের শিরোপা জয়ে তার আছে দারুণ ভূমিকা। ৫ ইনিংসে প্রায় ৩০ গড়ে রান করেছিলেন ১৪৮।