ভারতে আসছেন ইলন মাস্ক

0

ভারতে আসছেন মার্কিন ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।  চলতি মাসের শেষের দিকে ভারতে আসার কথা রয়েছে তার। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।

বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি এ বার্তা দেন।

ধারণা করা হচ্ছে মোদীর সঙ্গে সাক্ষাতের পর ভারতে বিনিয়োগের ঘোষণা দিতে পারেন তিনি।

গত মাসেই নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছে ভারতের শিল্প মন্ত্রণালয়। নীতিতে বলা হয়েছে, কোনও সংস্থা বিদেশ থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে আপাতত শুল্ক  ছাড় পাবে। তবে তিন বছরের মধ্যে ভারতে ন্যূনতম ৫০ কোটি ডলার বিনিয়োগে কারখানা তৈরিসহ আরও কিছু শর্ত মানতে হবে। এখন ভারতে এমন গাড়ি আমদানি করলে ৭০-১০০ শতাংশ শুল্ক দিতে হয়।  নতুন নীতিতে পাঁচ বছরের জন্য তা কমে হবে ১৫ শতাংশ। 

বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার আগে মাস্কের কাছ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি চাইছিল ভারত। অন্যদিকে মাস্ক বলেছিলেন, আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি টেসলার গাড়ি বিক্রি এবং পরিষেবা দেওয়ার অনুমতি না দেয়া পর্যন্ত তারা পণ্য তৈরি করবেন না। তিনি আরও জানান, আমদানিতে শুল্ক যেকোনও বড় দেশের তুলনায় ভারতেই সবচেয়ে বেশি। সূত্র: বিবিসি, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here