বিষপানে প্রেমিকের মৃত্যুর পর মারা গেল প্রেমিকা

0

জয়পুরহাটে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় প্রেমিক মারা যাওয়ার ২২ ঘণ্টা পর মারা গেলেন প্রেমিকাও। ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে  নিজ নিজ বাড়িতে তারা বিষপান করেন। মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেমিকার মৃত্যু হয়। এর আগে সোমবার ভোর ৫টায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ মারা যান। 

নিহত মুরাদ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে এবং তাজমিন একই গ্রামের তোজামের মেয়ে। মুরাদ এবার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর তাজমিন বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। আর একদিন পরও তাজমিনও মারা যায়। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here