ঝড়ে ভোলায় নিহত দুইজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান

0

কালবৈশাখী ঝড়ে ভোলায় নিহত দুইজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ২২ মেট্রিকটন চাউল এবং নগদ এক লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার (৭ এপ্রিল)  কালবৈশাখী ঝড়ে ভোলার মানপুরা এবং লালমোহন উপজেলায় পাঁচ শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে কয়েক হাজর বাড়িঘর। ঝড়ের সময় ঘর চাপা পড়ে এবং বজ্রপাতে নিহত হয়েছে দুইজন। 

স্থানীয়রা জানায়, রবিবারের ঝড়ে অসংখ্য বাড়িঘর উড়ে গেছে। অনেক পরিবার আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। আবার কেউ কেউ বিধ্বস্ত ভিটিতেই কোন রকম রাত কাটাচ্ছেন। তবে সকলেই ঘুড়ে দাঁড়াবার চেষ্টা করছেন। স্থানীয় প্রশাসন এবং জন প্রতিনিধিরা তাদের খোঁজ খবর নিচ্ছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। 

জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানিয়েছেন,  ঝড়ে লালমোহন উপজেলায় দুইজন নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া ঝড়ে মনপুরা ও লালমোহন উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিক ২২ টন চাউল, নগদ এক লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন বরাদ্দ দেওয়া হবে। আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এর জন্য সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here