নরসিংদীর শিবপুরের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মীম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো তিনজন। রবিবার সন্ধ্যায় শিবপুরের দক্ষিণ সাধারচরে এ ঘটনা ঘটে।
নিহত মীম আক্তার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ের চলনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। আহতরা হলো নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।
এ বিষয়ে শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা একজনের মৃত্যু হয়েছে। আহত ৩ জনকে পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক তবে ট্রাক টিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগত কার্যক্রম প্রক্রিয়াধীন।