লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হারুনুর রশিদ হারুন (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক মেহেদী হাসান তাজিন গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যায় উপজেলার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাওয়ালীডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন রামগঞ্জ পৌরসভার কলচমা লোকার সওদাগর বাড়ির মৃত হাবিব উল্যাহর ছেলে। আহত হাসান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ওহাব বেপারী বাড়ির মো. শাহজাহানের ছেলে। হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।