এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মাদ জামশিদি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ফাঁদে পা দেয়ার ব্যাপারে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্র ইরানকে বলেছে, ‘ইসরায়েল থেকে দূরে থাকো, যাতে তুমি আঘাত না পাও।’ তবে ইরানের এই হুঁশিয়ারি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।
এই হামলার প্রতিবাদে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে বলেছে।
এসময় ইরান কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে না বলেও আশ্বস্ত করেছেন জামশিদি।
কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে নিজেদের সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।
এদিকে ইরানের এমন হুমকিকে গুরুত্ব নিয়ে দেখছে ইসরায়েল। ইতোমধ্যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে তেলআবিব। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর ছুটি বাতিল করা হয়েছে দেশটিতে। বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা। যুদ্ধের শঙ্কায় পূর্বের আশ্রয়কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরায়েল।