চোটের সঙ্গে লড়াইটা মেসির এখন নিয়মিত ব্যাপার। ক’দিন পরপরই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এবার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও উঠেছে।
ইএসপিএন জানিয়েছে, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে ঘটনাটি ঘটেছে। মন্টেরের বিপক্ষে ম্যাচে মেসি নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন!
তবে মোরালেস বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’
মোরালেস এ সময় আরও বলেছেন, আমরা দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই, তাই ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরের মাঠে গিয়ে পরবর্তী রাউন্ডে যেতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
মন্টেরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল মায়ামি।