বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জুহি চাওলার জুটি বরাবরই পর্দায় দর্শকদের মধ্যে প্রচুর ভালোবাসা পেয়েছে। দু’জনেই একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। পর্দা ছাড়াও শাহরুখ ও জুহি এক সঙ্গে মিলে আইপিএল দলও কিনেছেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মালিকও তারা। তাদের দু’জনকেই প্রায়ই মাঠে নিজেদের দলের জন্য উল্লাস করতে দেখা যায়।
এদিকে, জুহি জানান যে তিনি শাহরুখ খানের সঙ্গে ম্যাচ দেখতে মোটেও পছন্দ করেন না। সেই কারণ প্রকাশ করলেন জুহি চাওলা।
জুহি চাওলা বলেন, ‘আইপিএল সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমাদের দল যখন খেলে আমরা সকলেই আমাদের টেলিভিশন সেটের সামনে থাকি, তাদের দেখা আকর্ষণীয় এবং আমরা সবাই খুব চাপে থাকি।’
এই সাক্ষাৎকারটি অবশ্য কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে নেওয়া হয়েছিল। সেই সময়ে অবশ্য সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের হাই স্কোরিং ম্যাচটি হয়েছিল। সেই ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ ২৭৭ রান তুলেছিল। সেই সময়ে এই স্কোর দেখে অবাক হয়েছিলেন জুহি চাওলা।
সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি চান কলকাতাও এন রান করুক। তবে এরপরেই দিল্লির বিরুদ্ধে ২৭২ রান তোলে নাইটরা। ১০৬ রানে সেই ম্যাচ জিতেছিল তারা। জুহি চাওলা চান এই বছরে আইপিএল চ্যাম্পিয়ন হোক কলকাতা নাইট রাইডার্স, সেই কারণে তিনি ভগবানের কাছেও প্রার্থনা করছেন।