শান্তর গোল্ডেন ডাকে যে অস্বস্তি শুরু শেষ পর্যন্ত তা আরও বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে থেকেই মিরপুর টেস্টের প্রথম দিনের ইতি টেনেছে টাইগাররা।
শান্ত আউট হওয়ার পর পরিস্থিতি বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলেন তামিম ও মুমিনুল হক। তবে একদম শেষ বলে এসে ভুলটা করে ফেললেন তামিম। অনভিজ্ঞ আয়ারল্যান্ডের বিপক্ষে তাই দাপুটে দিনেও অস্বস্তি থাকল স্বাগতিকদের।
প্রথম ওভারে মার্ক অ্যাডায়ারের বল স্টাম্পে টেনে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। দিনের শেষ বলে অ্যান্ডি ম্যাকব্রেইনের শিকার হন তামিম। ৩৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ আইরিশদের ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে।
২ রানে প্রথম উইকেট হারালেও মুমিনুলকে নিয়ে ভালোই ছুটছিলেন তামিম। অ্যান্ডি ম্যাকব্রেইনকে ছক্কায়ও উড়িয়েছিলেন তিনি। দিনটা পার করে দেওয়ার একদম কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। দিনের শেষ বলে ম্যাকব্রেইনই থামান থামিমকে। তার বল সামনের পায়ে খেলতে গিয়ে ব্যাট পেতে দিয়েছিলেন তামিম। বলের বাউন্স পড়তে পারেননি। এজড হয়ে তার সহজ ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।