অভিষিক্ত হাসানের প্রশংসায় জাকির

0

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অসাধারণ বল করেছেন পেসার হাসান মাহমুদ। সোমবার বিকেলে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে ৬ উইকেটে ১০২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। এর মধ্যে চার উইকেট একাই তুলে নিয়েছেন হাসান।

এর আগে প্রথম ইনিংসেও নিয়েছিলেন দুই উইকেট। আর তাতেই নিজের অভিষেক টেস্টেই সবার নজর কেড়েছেন এই  টাইগার পেসার। তার এমন বোলিংয়ে মুগ্ধ দলের ওপেনার জাকির হাসান।

দ্বিতীয় টেস্টে দলের বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যর্থ ব্যাটাররা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি একটা টেস্ট ম্যাচ বা যেকোনো ম্যাচ জিততে হলে শুধু বোলাররা ভালো করলেই হবে না। সব সেক্টরেই ভালো করতে হবে। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং। ব্যাটিং তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি বোর্ডে রান না দিতে পারি আমরা তাহলে কখনই ডিফেন্ড করতে পারবো না। বোলাররা ২০ উইকেট নিতে হলে কিন্তু সেরকম একটা রান নিতে হবে। আমরা তা পারছি না। আমাদের মধ্যে কথা হচ্ছে, আমরা চেষ্টা করছি কিন্তু আমরা হয়তো ফেইল করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here