স্কুলছাত্রকে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন

0

বোনের সাথে খিচুড়ি নিয়ে ঝগড়ার জের ধরে কুমিল্লা সদরের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল-আমিনকে হত্যা করা হয়। হত্যার দায়ে ভাই মো. নেয়ামত উল্লাহ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

রবিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি নেয়ামত উল্লাহ (১৮) কুমিল্লা সদরের শালধর (সামারচর) গ্রামের মো. মোসলেম সরদারের ছেলে।

ওই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি মো. জাকির হোসেন বলেন, আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here