আগামী জুনে বসবে উয়েফা ইউরোর ১৭তম আসর। জার্মানিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির আসন্ন আসরের ড্র হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেবার ২৪ দলের ২১টিকে নিয়ে ড্র অনুষ্ঠিত হয়। তিনটি দল ছিল বাকি। যারা প্লে’অফ খেলে জায়গা করে নিবে চূড়ান্ত পর্বে।
বুধবার (২৭ মার্চ) শেষ হয়েছে সেই প্লে’অফ। তাতে চূড়ান্ত হয়েছে ২০২৪ ইউরোর সবগুলো গ্রুপের ২৪টি দল। উয়েফার ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
আর ‘ডি’, ‘ই’, ও ‘এফ’ গ্রুপে একটি করে মোট তিনটি দল বাকি। আর চূড়ান্ত হয়েছিল মোট ৯টি দল। সেখানে ‘ডি’ গ্রুপে- ছিল ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও প্লে–অফ এ। ‘ই’ গ্রুপে- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে–অফ বি। এবং ‘এফ’ গ্রুপে পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও প্লে–অফ সি।
প্লে’অফ শেষে ওয়েলসকে হারিয়ে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। আর আইসল্যান্ডকে হারিয়ে ‘ই’ গ্রুপে যুক্ত হয়েছে ইউক্রেন। এবং গ্রিসকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোতে জায়গা করে নিয়েছে জর্জিয়া। তারা খেলবে ‘এফ’ গ্রুপে তুরস্ক, পর্তুগাল ও চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে।
চলতি বছরের ১৪ জুন মাঠে গড়াবে ইউরো-২০২৪। জার্মানির ১০টি শহরে মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৪ জুলাই পর্যন্ত।