ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এখনও বাড়ছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট।
বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।