লিটন কুমারের সুদিন যেনো আসছে না। ক্রিকেটের কোনো ফরম্যাটেই তার ব্যাট হাসছে না। টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্টেও ডাক মেরে চলেছেন লিটন। এ জন্য তাকে ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ দেয়া হয়েছে।
অনুমিতভাবেই টেস্ট র্যাঙ্কিংয়ে লিটন কুমার দাসের অবনতি হয়েছে। আজ বুধবার হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ের প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটারদের তালিকায় সাত ধাপ পিছিয়ে পড়েছেন লিটন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ভালো করতে পারেননি প্রথম টেস্টে। ফলে ৯ ধাপ পিছিয়ে বর্তমানে এখন ৫৩ নম্বরে আছেন তিনি। তবে টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন মুমিনুল হক। ৯ ধাপ এগিয়ে তিনি উঠে গেছেন ৫০ নম্বরে।