শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের পরই অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি দূর যেতে পারেনি টাইগাররা। ৩২৮ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুই ইনিংসেই তারা বাংলাদেশের চেয়ে ছিল এগিয়ে।
দুই ইনিংসেই অবশ্য শুরুটা ভালো হয় বাংলাদেশের জন্য। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। পরে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়েন। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ১২৬ রান করে। পরে আবার সেঞ্চুরি করেন কামিন্দু ও ধনঞ্জয়া।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ১ জয় নিয়ে তারা এখন আছে ছয় নম্বরে। এখন অবশ্য এই অবস্থান নিয়ে ভাবছেনই না লঙ্কান অধিনায়ক। এক ম্যাচ করেই এগিয়ে যেতে চান তিনি।
ধনঞ্জয়া বলেন, ‘র্যাংকিংয়ের চেয়ে বেশি ম্যাচ বাই ম্যাচের দিকে তাকাচ্ছি। এখন এই ম্যাচটা শেষ, আমি তাকিয়ে আছি সামনের ম্যাচগুলোতে কী করতে পারি। আমি শুধু তাকিয়ে আছি কীভাবে পরিকল্পনা করবো এ ব্যাপারে। র্যাংকিংয়ে উন্নতিটা এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমরা একটা ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’