বেতনভাতা বৃদ্ধির দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছে ইন্টার চিকিৎসকরা। সারাদেশে চলমান কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করছে তারা।
গতকাল সোমবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মবিরতি করে মানববন্ধনে দাঁড়ান ইন্টার্ন চিকিৎসকরা।
তবে গুরুত্বপূর্ণ রোগী হলে তারা চিকিৎসা চালাচ্ছেন বলে দাবি করেন। এবিষয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তারা।