প্রতি বলে কত করে পাচ্ছেন স্টার্ক?

0

২০১৫ সালের পর প্রথমবার আইপিএলের মঞ্চে মিচেল স্টার্ক। তাই চলতি আইপিএলের নিলামে এই অজি তারকাকে নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। ব্যাপক লড়াই শেষে স্টার্ক চলে যান কলকাতা নাইট রাইডার্সে। ততক্ষণে স্টার্কের দাম উঠে যায় ২৪ কোটি ৭৫ লাখ রূপি পর্যন্ত। এর এক ঘণ্টা আগেই নিলামে নাম উঠেছিল তারই স্বদেশি প্যাট কামিন্সের। বিশ্বকাপ জেতানো অজি অধিনায়ককে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ কিনে নেয় ২০ কোটি ৫০ লাখ রুপিতে। 

এরপর থেকেই দুজনের দাম নিয়ে হিসেবনিকেশ চলেছে। আর সেই দুই তারকাই গতকাল আইপিএলের মঞ্চে নামলেন প্রথমবারের মতো। যদিও দুজনের কারোরই শুরুটা খুব একটা ভালো হয়নি। টানটান উত্তেজনার ম্যাচে কলকাতা জিতলেও প্রশ্ন উঠেছে দুই অজি পেসারের বোলিং ফিগার নিয়ে। 

সে হিসেবে স্টার্কের দেওয়া প্রতি রানের মূল্য ছিল প্রায় ৩ লাখ ৩৩ হাজার ৫৫৮ রানের কাছাকাছি। সে তুলনায় অবশ্য প্যাট কামিন্স কিছুটা হিসেবী ছিলেন। 

পারিশ্রমিকের ভিত্তিতে যদি কামিন্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতি ম্যাচে চার ওভার বল করেন, তা হলেও প্রতি বল করার জন্য তিনি পাবেন ৬.১ লাখ টাকা। গতকাল ৪ ওভার করে কামিন্স দিয়েছেন ৩২ রান। উইকেট পেয়েছেন। তবে অধিনায়ক কামিন্স দলকে জেতাতে পারেননি। তার জন্যেও প্রথম ম্যাচে তাই হায়দরাবাদের খরচটা তাই একটু বেশিই মনে হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here