বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরছেন ইমাদ

0

অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরার ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানি এই স্পিনিং অলরাউন্ডার।

জানা যায়, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চিন্তা করেছিল পিসিবি। এজন্য তার সঙ্গে বৈঠকও করে। বোর্ডের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই দলে ফেরার ঘোষণা দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

এরপর তিনি আরও লিখেছেন, আমার প্রতি পিসিবির আস্থা রাখার কারণে তাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে আমি নিজের সেরাটা দেব। পাকিস্তান আমার কাছে সবার আগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here