পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ধসে পড়া একটি কয়লা খনি থেকে বুধবার আরও ১০ খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এই দুর্ঘটনা ঘটে। সূত্র: ডন নিউজ