অঘোষিত ‘ফাইনালে’ সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন সফরকারীরা। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।
প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা দাপুটে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ঘুরে দাঁড়িয়েছে। ফলে ১–১ সমতা এসেছে সিরিজে। পরপরই দিলশান মাদুশঙ্কার ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়ার তথ্য জানা গেছে।
এসএলসি জানিয়েছে, দিলশান মাদুশঙ্কা আর চলমান সফরের অংশ নয়। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার কারণে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। গত ম্যাচেই চোট নিয়ে মাদুশঙ্কা মাঠ ছেড়েছিলেন। পরে এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে, তার বাম পায়ে গুরুতর হ্যামস্ট্রিং চোট রয়েছে।
দ্বিতীয় ওয়ানডের সময় শঙ্কা জেগেছিল ছিটকে যেতে পারেন মাদুশঙ্কা। সেদিন ওভার শেষ না করেই মাঠ ছেড়েছিলেন তিনি। এমআরআই স্ক্যানে তার ছিটকে যাওয়ার বিষয়টিই নিশ্চিত হয়েছে। বাম পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন বলে জানা গেছে। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন ২৩ বছর বয়সী পেসার।