জনপ্রিয়তা নিয়ে টেলর সুইফটের সঙ্গে ধোনি-কোহলির তুলনা

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলছেন দু’জনে। নিজেদের দলের সমর্থকই শুধু নয়, গোটা দেশ এবং বিশ্বের ক্রিকেট সমর্থকদেরও প্রিয় তারা। সেই মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের সঙ্গে তুলনা করলেন ইংলিশ ব্যাটার জস বাটলার।

আইপিএলে রাজস্থানের হয়ে খেলা এই ইংলিশ ক্রিকেটারের মতে, টেলর সুইফটের অনুষ্ঠান দেখতে গিয়ে যে রকম পাগল হয়ে যান দর্শকেরা, একই অবস্থা হয় কোহলি, ধোনির ম্যাচ দেখতে গিয়েও।

শুধু তাই নয়, কোহলি-ধোনিকে ভারতের প্রথম সারির খ্যাতনামা হিসেবে উল্লেখ করেছেন বাটলার। বিমানবন্দরে বা অন্য কোথাও যে ভাবে তাদের নিয়ে মাতামাতি হয় সেটাই বলেছেন তিনি। 

বাটলারের কথায়, ‘বিমানবন্দরে যাওয়ার সময় ওদের ঘিরে সব সময় নিরাপত্তারক্ষীরা থাকে। কাউকে ওদের কাছাকাছি ঘেঁষতে দেয় না। ওরা ভারতের প্রথম সারির সেলিব্রিটি। এখন সামাজিক মাধ্যমের যুগে তা আরও বেড়ে গেছে।’

এ উন্মাদনা যে মাঝে মাঝে বিড়ম্বনার কারণ হতে পারে, তা নিজের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন বাটলার। তিনি বলেছেন, ‘মাঝে মাঝে ঘরের দরজা বন্ধ রেখে চুপচাপ লুকিয়ে থাকতে ইচ্ছা করে। আমি যাদের কথা বললাম তাদের মতো উন্মাদনা আমাকে নিয়ে হয় না। কিন্তু মাঝে মাঝে সমর্থকদের দেখলে ভালই লাগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here