মুন্সীগঞ্জের স্মার্ট সিটিজেন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

0

স্মার্ট ব্রিগেড মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুজাফর রিপনের উদ্যোগে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের কৃষকদের থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জীবনমান। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্মার্ট বাংলাদেশ ব্রিগেড গড়ে তুলেছেন। টিমটির সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে স্মার্ট বাংলাদেশের মৌলিক ধারণার মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ইনক্লুসিভনেস নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্মার্ট সিটিজেন, উন্নত দেশ স্মার্ট অর্থনীতির নতুন বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত হাজী সুবেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের নারী সমাজ কিভাবে সহজেই যে কোন সেবা বা তথ্য পেতে পারে বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন।

পরে তিনি স্মার্ট বিগ্রেডের সদস্যদের নিয়ে কাটাখালি এলাকার রোপণকৃত আলুসহ বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। এসময় স্মার্ট বিগ্রেডের সদস্যরা কৃষকদের বিভিন্ন বিষয় পরামর্শ দেন। ফসলি জমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন তথ্য, কৃষি সহায়ক যেকোন তথ্য কিভাবে পোর্টালের মাধ্যমে পাওয়া যায়, ডিজিটাল প্রযুক্তি কিভাবে ফলন বৃদ্ধিতে সহায়ক এ সম্পর্কে তথ্য কৃষকদের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠান দুটিতে উপস্থিত থেকে স্মার্ট ব্রিগেড এর সদস্যদের উৎসাহিত করেন জেলা প্রশাসন মোঃ আবু জাফর রিপন। এছাড়াও যে কোন পরিস্থিতিতে ভয় না পেয়ে সহজেই জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমাধানের সহজ পদ্ধতির বিষয়টি উপস্থাপন করে কৃষকদের উদ্বুদ্ধ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here