ইয়ামালের গোলে বার্সা শিবিরে স্বস্তি

0

লা লিগায় নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। শুক্রবার রাতে বার্সার হয়ে ৭৩তম মিনিটে একমাত্র গোলটি করেছেন ইয়ামাল। তাতে আবারও জয়ে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

মায়োর্কার বক্সের বাইরে বল পেয়ে দুরন্ত গতিতে ভেতরে ঢোকেন ইয়ামাল। এরপর নিজের সঙ্গে লেগে থাকা মার্কারকে বোকা বানিয়ে জায়গা বের করে নেন। সামনে সারি ধরে মায়োর্কার ডিফেন্ডাররা অবস্থান নেওয়ায় আর সামনে এগোননি এই স্প্যানিশ কিশোর। দূরের পোস্ট লক্ষ্য করে সেখান থেকেই নেন বাঁকানো শট। পোস্টের কোণ ঘেঁষে জালে জড়ানো বলটি থামানোর কোনো উপায়ই ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের।

এ জয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দুইয়েও উঠে এসেছে কাতালান ক্লাবটি। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৬১। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৬। তিনে নেমে যাওয়া জিরোনার পয়েন্ট ২৭ ম্যাচে ৫৯।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here