গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাহারুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সাজা এড়াতে পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় ৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন কাহারুল।
রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নাকাইহাট বিল এলাকায় থেকে পুলিশ কৃষকের ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার কাহারুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাসিন্দা ঠান্ডা মিয়ার ছেলে।
তাকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে উপস্থিত করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।