এবার ক্ষুদ্রাকৃতির পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করেছে উত্তর কোরিয়া। নিজেদের অস্ত্রাগারকে সমৃদ্ধশীল করতে আরও ওয়ারহেড তৈরি করতে চায় দেশটি। মঙ্গলবার (২৮ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
ওয়ারহেডের কয়েকটি ছবি প্রকাশ করেছে কেসিএনএ। ওই ছবিগুলোতে দেখা যায়, ওয়ারহেডগুলো হাওসান-৩১এস মডেলের। আর দেশটির শীর্ষ নেতা কিম জন উং নিউক্লিয়ার ওয়েপন ইনস্টিটিউট পরিদর্শন করছেন। সেখানে তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ওয়ারহেড বসানোর প্রযুক্তি ও পারমাণবিক আক্রমণের পরিকল্পনা দেখেন।
সিউল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কুন ইউ সু বলেন, ‘ছোট ওয়ারহেডগুলো আরও শক্তিশালী। এটি উদ্বেগজনক।’
২০১৬ সালের ওয়ারহেডগুলোর সঙ্গে এবারেরগুলোর তুলনা করছেন এই ইমিরেটস।
সূত্র: রয়টার্স