আরব দেশ জর্ডানে ছেড়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সেখানে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেলন্ডনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি। স্থানীয় আরব জর্ডান ইনভেস্টমেন্ট ব্যাংকের (এজেআইবি) কাছে নিজেদের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ব্যাংকটি।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সাতটি বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
জর্ডানের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও ভোক্তা ঋণ এজেআইবির সঙ্গে একীভূত হয়ে যাবে।
জর্ডানে কর্মরত সব কর্মী এজেআইবিতে নিযুক্ত হবেন বলে এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে।
২০২২ সালের এপ্রিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া, জর্ডান, লেবানন, সিয়েরা লিওন ও জিম্বাবুয়ে থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় তারা। অঞ্চলটির দ্রুত সম্প্রসারমাণ বাজার যেমন সৌদি আরব ও মিসরের মতো দেশে মনোযোগ বৃদ্ধির অংশ হিসেবে এ পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ডের। সূত্র: রয়টার্স