ভালো হোক বা মন্দ, দর্শকদের অনুরোধে সবকিছু করতে হয়: চঞ্চল চৌধুরী

0

কলকাতায় গান গেয়ে দর্শক-শ্রোতা মাতালেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় ক্যালকাটা ব্লাইন্ড স্কুল ময়দানে অনুষ্ঠিত বেহালা উৎসবে যোগ দিয়ে সংগীত পরিবেশন করেন এই অভিনেতা। একের পর এক ‘ধর বন্ধু আমার কেহ নাই,’ ‘ফুল ফুটেছে, গন্ধে সারা মন,’ ‘জল ভরো জল ভরো রাধে,’ ‘বকুল ফুল বকুল ফুল,’ গানগুলি পরিবেশন করেন চঞ্চল। 

চঞ্চলের গলায় ভূপেন হাজারিকার গাওয়া ‘মেঘ থম থম করে, কেউ নেই,’ ‘মানুষ মানুষের জন্য,’ গানগুলিও শ্রোতাদের মন জয় করে। শ্রোতাদের অনুরোধে গাইলেন ‘হাওয়া’ ছবির সেই বিখ্যাত গান ‘সাদা সাদা কালা কালা’। শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইলেন ‘বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে’। 

এসময় তিনি আরো বলেন, ‘আসলে দর্শকদের অনুরোধে ভালো হোক বা মন্দ হোক- সবকিছুই করতে হয়।’ 

নাট্য উৎসবে যোগ দিতে নাট্যদল ‘আরণ্যক’কে সাথে নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে কলকাতায় রয়েছেন চঞ্চল। উত্তরপাড়া, কল্যাণী, মধ্যমগ্রামসহ মোট ছয়টি জায়গায় শো করেন এই অভিনেতা। 

গত কয়েক দশক ধরে দুই বাংলায় সমান জনপ্রিয় চঞ্চল বলেন, ‘বাংলাদেশের দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার অভিনয় পছন্দ করেন। সেই সাথে আমার কাছে বাড়তি পাওনা পশ্চিমবঙ্গের অগণিত দর্শক। এই বিষয়টিও আমার অনেক ভালো লাগে।’ 

পরিচালক মৃণাল সেন’এর বায়োপিক ‘পদাতিক’ ছবিতে অভিনয় নিয়ে চঞ্চলের অভিমত ‘তার মত এত বড় মাপের একজন মানুষ, আমরা ওর জন্য গর্ববোধ করি। সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের মানুষ, ফরিদপুরে তার জন্ম। এই উপমহাদেশে তার মত এত বড় মাপের একজন নির্মাতার নখের যোগ্য আমরা নই।’ 

খুব শিগগিরি দুই বাংলায় এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলেও জানা তিনি। যদিও রাজনীতি নিয়ে এদিন কোন মন্তব্য করতে চাননি চঞ্চল চৌধুরী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here