দিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য, ফ্লাইট-ট্রেন চলাচল ব্যাহত

0

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছে। এমনকি মাত্র কয়েক হাত দূরের জিনিসও ঠিকভাবে দেখা যাচ্ছে না। একইসঙ্গে কনকনে ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে সেখানে।

এতে করে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সড়ক ও রেলপথে চলাচল।

বুধবার স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পরে দিল্লি বিমানবন্দরে ১১০ টিরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সেখানে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে গেছে। এর ফলে সড়ক পথে যানবাহনের চলাচল ও রেল পরিষেবাও ব্যাহত হয়েছে।

এদিকে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকায় ভারতের আবহাওয়া অফিস দেশটির জাতীয় রাজধানীতে ‘খুব ঘন কুয়াশা’ পড়ার বিষয়ে লাল সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে দিল্লিগামী ২৫টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে বলে দেশটির নর্দার্ন রেলওয়ে জানিয়েছে।

জানা গেছে, রাস্তাগুলো কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশজুড়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here