ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

0

সিরিয়ার রাজধানী দামেস্কে লক্ষ্য করে ইসরায়েলের চালানো নতুন আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। 

রবিবার রাতে ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এই আগ্রাসন চালায়।

চলতি ডিসেম্বর মাসের প্রথম দিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার ওপর আরেকটি আগ্রাসন চালিয়েছিল। এর এক সপ্তাহ আগে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়, যার কারণে বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর মধ্যেই সিরিয়ায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সিরিয়ায় কর্মরত ইরানের দু’জন শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা নিহত হয়। এ হামলার পর ইরান বলেছে- তারা এর প্রতিশোধ নেবে। সূত্র: প্রেসটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here