ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গন্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করেছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এসবই পুরনো কথা। নতুন খবর হল গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোনো অভিনয়শিল্পীর পাঁচটি সিনেমা প্রদর্শিত হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। চলতি মাসেই ভারতের গোয়ায় এই উৎসব অনুষ্ঠিত হবে।
জয়া আহসান এমন খবরের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, ভীষণ ভালো লাগছে একজন অভিনয়শিল্পী হিসেবে। শিল্পীর কাজ অভিনয় করা। দেশের সীমানা পেরিয়ে তা যখন আন্তর্জাতিক অঙ্গনে যায় তখন আরও ভালো লাগে। আমি বিষয়টি দারুণ উপভোগ করছি। উপস্থিত থাকব চলচ্চিত্র উৎসবে।
এছাড়া কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা অর্ধাঙ্গিনী ও সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। অন্যদিকে, কবি জীবনানন্দ দাশের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ও প্রদর্শিত হবে উৎসবে। উল্লেখ্য, ২০ নভেম্বর শুরু হচ্ছে ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২৮ নভেম্বর। এই উৎসবে উপস্থিত থাকবেন জয়া আহসান।