ইনজুরিতে পড়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।। সহ-অধিনায়ক লিটন দাসের তাই কথা ছিল এই সিরিজে নেতৃত্ব দেওয়ার। তবে নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে এক মাসের ছুটি নিয়েছেন তিনি। তাই নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
আগামী ২৮ নভেম্বর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
এ সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রবেশ করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে অংশ নিতে ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশে আসার কথা কিউইদের।