শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধায় শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পৌর শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে এ কুমারীপূজা অনুষ্ঠিত হয়।
শহরের মাস্টারপাড়ার বাসিন্দা দেবাশীষ পাল ও স্বাগতা পালের মেয়ে স্পৃহা পাল (৭) কে নতুন বস্ত্রে দেবী সাজে সজ্জিত করে দেবী জ্ঞানে পূজা অর্ঘ্য নিবেদন করা হয় শ্রী রামকৃষ্ণ আশ্রমে। স্পৃহা পাল স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পূজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।