মিশর ও গাজা উপত্যকার মধ্যবর্তী রাফাহ ক্রসিং শুক্রবার সকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য খুলে দেওয়া হবে। সীমান্ত ক্রসিংয়ে মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তার বরাত দিয়ে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-কাহেরা নিউজও জানিয়েছে, শুক্রবার ক্রসিংটি খুলে দেওয়া হবে। চ্যানেলটি উদ্বোধনের সঠিক সময় নির্দিষ্ট করে জানায়নি।
ক্রসিংটির মিশরীয় দিকের রাস্তাটি খোলার প্রস্তুতি হিসাবে পরিষ্কার করা হচ্ছে, সাংবাদিক পর্যবেক্ষণ করেছেন। সীমান্তে রাত কাটানো স্বেচ্ছাসেবকদের জন্য বুধবার রাতে তাঁবু ও টয়লেট স্থাপন করা হয়েছে।
বুধবার মিশরের দিকে সিএনএন-এর একটি স্ট্রিংগার মিশরীয় ও ফিলিস্তিনি সীমান্ত ক্রসিংগুলির সংযোগকারী রাস্তাটি ঠিক করার জন্য বেশ কয়েকটি খননকারী এবং ফায়ারট্রাককে প্রবেশ করতে দেখেছিল।