সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচ দাপটের সঙ্গে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করল টাইগাররা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংলিশদের ১৬ রানে হারিয়েছে সাকিববাহিনী। এই জয়ে ০-৩ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা।