বিশ্ব শৃঙ্খলায় বিপদ-বিভেদ তৈরি করছে চীন-রাশিয়া, দাবি যুক্তরাজ্যের

0

বিশ্ব শৃঙ্খলার জন্য চীনকে মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে দেখছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের বৈদেশিক এবং প্রতিরক্ষা বিষয়ক নীতির এক শ্বেতপত্রে এমন মূল্যায়ন করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিফলতার সঙ্গে যুক্তরাজ্য এবং ইউরোপের নিরাপত্তা গাঁথা বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এই সমন্বিত মূল্যায়ন (আইআর) নীতিপত্রে যুক্তরাজ্য চীনের চ্যালেঞ্জগুলোকেও জোর দিয়েছে। চীনের সঙ্গে রাশিয়ার এবং ইরানের সঙ্গে চীনের গভীর অংশীদারিত্ব নিয়েও এতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাজ্যের এই শ্বেতপত্রের জবাব দিয়েছে। এতে বলা হয়েছে, ‘চীন হুমকি হয়ে উঠছে  লন্ডনের এমন হাইপ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।’

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাজ্যের মূল্যায়নে রাশিয়াকে লন্ডনের প্রতি ‘তীব্র হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়। আর সর্বশেষ মূল্যায়নে যুক্তরাজ্য এবং ইউরোপের সামষ্টিক নিরাপত্তা মস্কোর ইউক্রেন যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনে হানা দিয়ে রাশিয়ার কৌশলগত কোনো সুবিধা আদায় হবে না বলেও ওই পেপারে মন্তব্য করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here