ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালকে ভেনিস শাখা আওয়ামী লীগ গণসংবর্ধনা দিয়েছে। নবনির্বাচিত ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভেনিস পৌঁছালে বিভিন্ন শহর থেকে আসা নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মারঘেরা স্থানীয় একটি হল রুমে ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহ্জাহান কবির ইদ্রিছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল পরিচালনা করেন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আশ্রাফুল আলম সেলিম, সভাপতি লাসপেসিয়া আওয়ামী লীগ, আল মাহমুদ (রফিক) সহ-সভাপতি রোম, মহানগর আওয়ামী লীগ, মাসুদ পারভেজ ভারপ্রাপ্ত সভাপতি মনফালকুনে আওয়ামী লীগ, নুরুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনফালকুনে আওয়ামী লীগ, জামাল খান সাংগঠনিক সম্পাদক মনফালকুনে আওয়ামী লীগ, ফিরোজ বেপারী আনকোনা আওয়ামী লীগ নেতা, ওবায়দুল খান আনকোনা আওয়ামী লীগ, মামুন ছৈয়াল, রহমান দেওয়ান আহ্বায়ক জেনোভা আওয়ামী লীগ, ডায়মন্ড সিকদার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, বিপ্লব বলোনিয়া আওয়ামী লীগ, ইমাম হোসেন সাধারণ সম্পাদক ফিরেন্স আওয়ামী লীগ, নাদিম বেপারী। সভাপতি নাপলী আওয়ামী লীগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি রুহুল আমিন ছৈয়াল, খোরশেদ মাঝি, সহ-সভাপতি আবুল কাশেম সিকদার, নুর আলী পাঠান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি, আওয়ামী লীগ নেতা যুগ্ম সম্পাদক রোমান মাল, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ মোল্লা, আজাদ খান ও সোহাগ মাঝি।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার, খোরশেদ ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাওলাদার, মনির বেপারী, প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন মল্লিক প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।