মুহূর্তেই ভাইরাল বাইডেনের যে ছবি

0

মুহূর্তেই ভাইরাল হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি।

জানা গেছে, রবিবার ছুটির দিন, সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন আমেরিকার মানুষজন। সেখানেই নীল রঙের শর্টস পরে শার্ট ছাড়া হাজির হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। চোখে কালো চশমা। মাথায় টুপিটি উল্টো দিকে ঘোরানো। পায়ে ‘ম্যাচিং’ নীল রঙের টেনিস শু।

ছবিটি এক্সে (আগে টুইটার বলে পরিচিত ছিল যে সামাজিক মাধ্যম) পোস্ট করে তিনি লিখেছেন, “প্রেসিডেন্ট বাইডেন একটা দারুণ ঝলমলে দিন উপভোগ করছেন রোহোবোথের সৈকতে।”

প্রসঙ্গত, বাইডেন আমেরিকার ইতিহাসে অন্যতম বয়ঃজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। যিনি ২০২৪ সালে সম্ভবত প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় দফার দৌড় শুরু করবেন বলে মনে করছেন শুভানুধ্যায়ীরা। তবে এই জল্পনার মধ্যেই বাইডেন শারীরিকভাবে কতটা ফিট, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাইডেনের শার্ট ছাড়া ছবি তার স্বাস্থ্যের একটু বিশদ ঝলকই দেখাল বলে মনে করছেন অনেকে। সূত্র: পলিটিকো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here