কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কৃষকের কল্যাণে দৃঢ়চিত্তে কাজ করে যাচ্ছেন জাতির পিতার কন্যা কৃষকরত্ন শেখ হাসিনা। ইনশাআল্লাহ আগামী ২০৪১ সালের আগেই শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
শুক্রবার বিকালে বগুড়া সাতমাথা মোর মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষক লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমীর চন্দ।
এ সময় একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ রোপন করে কৃষক লীগ বগুড়া জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ সমীর চন্দ।
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মঞ্জুর ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা পাটোয়ারী),মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামসুদ্দীন আল আজাদ, কৃষিপণ্য ফসল বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আজমল হোসেন, জাতীয় কমিটির সদস্য আবু বক্কর বিপুল সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।